হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনের বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, পান্তা ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবকে ঘিরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে মুক্তমঞ্চে জাতীয় সঙ্গিত ও বৈশাখের গান পরিবেশিত হয়। সঙ্গিত শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে হলরুমে পান্তা ভোজন শেষে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষান দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার, সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, চিলমারী মহিলা কলেজের উপাধ্যক্ষ ভেলু চন্দ্র, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান প্রমুখ। এরপর স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে অনুষ্ঠিত মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তাদের তৈরি হাতের তৈরী করা কাজ নিয়ে ৫টি স্টল বসেন।
৬ ঘন্টা ৫ মিনিট আগে
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৭ মিনিট আগে
৭ ঘন্টা ১৪ মিনিট আগে