বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারি গ্রামে মাসুম বিল্লাহ (১৮) নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণ গত ২০ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মাসুম বিল্লাহ একই গ্রামের আব্দুল সাত্তার ও নাসিমা বেগমের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০ এপ্রিল সকালে মাসুম বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে এরপর থেকে তিনি আর ফিরে আসেননি, এবং তার কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না।
মাসুমের বাবা আব্দুল সাত্তার জানান, "আমরা আত্মীয়স্বজন, আশপাশের এলাকা, এমনকি হাসপাতাল ও থানাতেও খোঁজ করেছি, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাইনি। আমরা চরম দুশ্চিন্তায় রয়েছি।"
নিখোঁজ তরুণের গায়ের রং শ্যামলা এবং শারীরিক গঠন মাঝারি হলেও নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, তা নির্দিষ্ট করে বলতে পারেননি পরিবারের সদস্যরা।
এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, "তাকে খুঁজে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশেপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে। কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।"
নিখোঁজ মাসুমের সন্ধান পেতে সহানুভূতিশীল নাগরিকদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
২১ মিনিট আগে
৩১ মিনিট আগে
৩২ মিনিট আগে
৪৩ মিনিট আগে
৪ ঘন্টা ৪৯ মিনিট আগে