সাতক্ষীরার শ্যামনগরে ইট ভাটার মাটি বহনের কাজে ব্যবহৃত তিনটি ডাম্পার ট্রাক আটক করে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার (২৩ এপ্রিল ) বিকাল সাড়ে তিনটায় দিকে শ্যামনগর উপজেলার চন্ডিপুর ও সোনারমোড় এলাকা থেকে এসব ডাম্পার ট্রাক আটক করা হয়।
এসময় ডাম্পার ট্রাকগুলো মৌতলাসহ বিভিন্ন এলাকার কৃষি জমির মাটি নিয়ে ইট ভাটায় যাওয়ার সময় মুল সড়ক ব্যবহার করছিল। জরিমানার শিকার তিন ডাম্পার ট্রাকের মধ্যে দু’টি সাকিব ব্রিকস এর মালিক সিদ্দিকুল ইসলাম বকুলের।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কসহ গ্রামীণ সড়কে ডাম্পার ট্রাক চলাচল অবৈধ। এসব সড়কে ডাম্পার ট্রাক চলাচলের ফলে দ্রুত সময়ের মধ্যে রাস্তার ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই খন্ডে বিভক্ত দেশীয় প্রযুক্তিতে তৈরী উক্ত যান চলাচলের কারনে দুর্ঘটনার প্রবল ঝুঁকি থাকে। মুলত এসব ট্রাকগুলো কৃষি জমি চাষের কাজে ব্যবহারের জন্য।
তিনি আরও বলেন বার বার সতর্ক করার পরও এসব ডাম্পার ট্রাকগুলো প্রশাসনের চোখ এড়িয়ে সড়কে চলাচল করছে। বাধ্য হয়ে বুধবার অভিযানে যেয়ে তিনটি ডাম্পার ট্রাক আটকের পর সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাকিব ব্রিকস এর দু’টি ট্রাককে ২২ ও সোনারমোড় এলাকায় আটক ট্রাক মালিককে ১২ হাজার টাকা জরিামানা করা হয়। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে