রংপুরের পীরগাছায় উদ্বোধন হলো ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়াতুস সুন্নাহ এমদাদুল উলুম মাদ্রাসার ‘দারে এমদাদ’ ভবন। শনিবার (২৬ এপ্রিল) বেলা ২টায় মাদ্রাসা হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, মাদ্রাসার সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি আশরাফুল ইসলাম, ইসলামি আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ব্যবসায়ী নুরুল আমিন বুলেট, টিন ব্যবসায়ী নাসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল মান্নান, মাও. ইউসুফ আলী, হাফেজ আবু সুফিয়ান, মাওলানা সাইফুল ইসলাম সহ আরও অনেকে। পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন পীরগঞ্জ জামতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম।