লালপুরে মসজিদের ডিজিটালসাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারী নিহত আশাশুনির বিছটে খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত ,হাজার হাজার পিরবার ঘর ছাড়া গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক

মহানবী (সা.)-এর দেশপ্রেম ও বিজয় উদ্‌যাপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-12-2022 03:23:32 am

◾ অধ্যাপক ড. মো. আবদুল কাদির 


দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ইসলাম। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ বুকে লালনকারী সব মুসলমানেরই দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকা জরুরি। মহানবী (সা.) দেশ, মাটি ও মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। তাঁর জীবনচরিত পর্যালোচনা করলে দেখা যায়, ছোটবেলায় চাচা আবু তালেবের সঙ্গে এবং বড় হয়ে বিবি খাদিজা (রা.)-এর ব্যবসা দেখাশোনার জন্য সিরিয়া গমন ছাড়া আর কখনোই মক্কার বাইরে পা রাখেননি। নবুয়ত লাভের পর কাফেরদের সীমাহীন অত্যাচারের মুখেও তিনি মক্কা ছাড়তে রাজি ছিলেন না। মক্কার কাফেররা তাঁকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিতে যখন বাড়ি ঘেরাও করে, কেবল তখনই আল্লাহ তাআলার নির্দেশে মদিনার উদ্দেশে হিজরত করেন।


স্বজাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় চলে যেতে হলেও মাতৃভূমি মক্কার প্রতি ভালোবাসা তাঁর হৃদয়ে একবিন্দুও কমেনি। তাই তো দেখা যায়, বিদায়বেলায় তাঁর মন ব্যথায় ভরে উঠেছিল; বারবার তিনি মক্কার দিকে তাকিয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছিলেন আর বলছিলেন, ‘কতইনা চমৎকার শহর তুমি, হে মক্কা! তোমাকে আমি কতইনা ভালোবাসি! যদি আমার স্বজাতির লোকজন আমাকে তোমার কোল থেকে বের করে না দিত, তাহলে কখনোই আমি তোমাকে ছেড়ে যেতাম না।’ (তিরমিজি) 


মহানবী (সা.)-এর হিজরতের পরে মদিনাকেও তিনি আপন করে নেন। মদিনার প্রকৃতি তাঁর খুব প্রিয় ছিল। তবে জন্মভূমি মক্কার কথা একটিবারের জন্যও ভোলেননি; বরং হিজরতের পর মক্কার ভালোবাসা তাঁর মধ্যে আরও তীব্র হয়ে ওঠে। মক্কায় ফিরে যাওয়ার জন্য তাঁর হৃদয় সব সময় ব্যাকুল হয়ে থাকত। এ কারণে আল্লাহ তাআলা তাঁকে সান্ত্বনা দিয়ে পবিত্র কোরআনে বলেছেন, ‘যিনি আপনার জন্য কোরআনকে জীবনবিধান বানিয়েছেন, তিনি আপনাকে অবশ্যই আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন।’ (সুরা কাসাস: ৮৫) 


শুধু কি তা-ই, জন্মভূমি মক্কায় অবস্থিত পবিত্র কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়তে না পেরে তাঁর মন অস্থির হয়ে উঠেছিল। মদিনায় আসার পর আল্লাহর নির্দেশে ষোলো বা সতেরো মাস ফিলিস্তিনের মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ার আদেশ এসেছিল।


সেই দিনগুলোতে তিনি বড় অস্থির ছিলেন। বারবার আকাশের দিকে তাকাতেন। কখন নির্দেশ আসবে, কাবার দিকে ফিরে নামাজ পড়ার! অবশেষে সেই নির্দেশও এল।


আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব অবশ্যই আপনাকে আমি আপনার পছন্দের কিবলার দিকে ফিরিয়ে দেব। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফেরান।’ (সুরা বাকারা: ১৪৪)


দেশকে কীভাবে ভালোবাসতে হয় এবং কীভাবে দেশের কল্যাণ কামনা করতে হয়, নবী-রাসুলদের উদাহরণ টেনে মহান আল্লাহ তাআলা তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী হজরত ইবরাহিম (আ.) দেশের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ‘হে আমার প্রতিপালক, এই ভূখণ্ডকে (মক্কা) আপনি নিরাপদ শহরে পরিণত করে দিন। এর অধিবাসীদের যারা তোমার প্রতি ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের রকমারি ফলমূল দিয়ে জীবিকা দান করুন।’ (সুরা বাকারা: ১২৬)


ইবরাহিম (আ.)-এর এই চেতনা বুকে লালন করেই মহানবী (সা.) নিজের দেশকে গভীর মমতায় ধারণ করেছিলেন।


মহানবী (সা.) দেশপ্রেমিক ছিলেন বলেই নিজের ভূখণ্ডের নিরাপত্তা সবার আগে বিবেচনা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুসলিমদের ভূখণ্ডের সীমানা সুরক্ষিত রাখার নির্দেশ দিয়ে বলেছেন, ‘হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং প্রতিরক্ষার কাজে সদা প্রস্তুত থাকো।’ (সুরা আলে ইমরান: ২০০) হাদিসে মহানবী (সা.) ও দেশের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের অনন্য মর্যাদার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘আল্লাহর রাস্তায় এক দিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর মধ্যের সবকিছু থেকে উত্তম।’ (বুখারি)


মহানবী (সা.) যেমন দেশের প্রতি ভালোবাসা লালন করতেন, তেমনি আল্লাহ যখন কোনো জালিমের বিরুদ্ধে বিজয় দান করতেন, তখন তিনি সেই বিজয়কে আল্লাহর 

অনুগ্রহ মনে করতেন এবং তাঁর প্রতি ভালো কাজের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। পবিত্র কোরআনে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি তাদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত আদায় করবে, জাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। …’ (সুরা হজ: ৪১) 


নিজের মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত হওয়ার ৮ বছর পরে বিপুল শক্তি সঞ্চয় করে মহানবী (সা.) মক্কায় ফিরে এসেছিলেন এবং বিনা রক্তপাতে অষ্টম হিজরিতে মক্কা জয় করেছিলেন। বিজয়ের পর তিনি মহান আল্লাহর সেই নির্দেশনাই বাস্তবায়ন করেছিলেন, যা তিনি পবিত্র কোরআনে বলেছেন। এরশাদ হয়েছে, ‘যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি দলে দলে মানুষকে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।’ (সুরা নাসর: ১-৩)


এই নির্দেশনা মেনেই মহানবী (সা.) বিজয়ের দিনে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছিলেন, তাঁর মহত্ত্ব সবার সামনে তুলে ধরেছিলেন এবং যুদ্ধকালীন ভুলত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন। যেমন হাদিস থেকে জানা যায়, মক্কা বিজয়ের দিন মহানবী (সা.) শুকরিয়াস্বরূপ আট রাকাত নামাজ আদায় করেছিলেন। (জাদুল মাআদ)


এ ছাড়া বিভিন্ন সময়ে বিজয় অর্জন করতে গিয়ে যাঁরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, মহানবী (সা.) তাঁদের জন্য বিশেষ দোয়া করেছেন, তাঁদের পরিবারের দায়িত্ব নিয়েছেন, তাঁদের বীরত্বের কথা স্মরণ করেছেন এবং তাঁদের জন্য ইসালে সওয়াব করেছেন।


আমাদেরও উচিত, মহানবী (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে তাঁর মতো দেশের ভালোবাসা লালন করা এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও শহীদদের জন্য দোয়া করে বিজয় উদ্‌যাপন করা।


লেখক: চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও খবর
67e8fe3365e4f-300325021755.webp
'ঈদের শুভেচ্ছা' জানাবেন যে দোয়ায়

৪ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে


67e80f10767eb-290325091736.webp
ভারত ও পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণা

৪ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে



deshchitro-67e76bf5342bd-290325094141.webp
দুনিয়ার মোহ

৫ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে


67e63992120ad-280325115426.webp
পবিত্র জুমাতুল বিদা আজ

৬ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে


deshchitro-67e56cee5cf40-270325092118.webp
আজ পবিত্র লাইলাতুল কদর

৬ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে


67e43a7d26e20-260325113349.webp
পবিত্র শবে কদর আগামীকাল

৭ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে


deshchitro-67dd9e6001d95-210325111408.webp
ইতিকাফের গুরুত্ব ও ফজিলত

১২ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে