শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ট্রলি চালককে কারাদণ্ড দিয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এ কারাদণ্ডাদেশ দেন। জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারের সিএনজি স্টেশন এলাকায় ইজারা বহির্ভূত ও নিষিদ্ধ বালুমহাল থেকে বালু পরিবহণের সময় বালু ভর্তি ট্রলিসহ দুই চালককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারি গ্রামের আনসার আলীর পুত্র মনির হোসেন (২৫) কে ২০ দিনের এবং ধানশাইল ইউনিয়নের ধানশাইল গ্রামের সোরহাব আলীর পুত্র লালচাঁন (৩৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে বালু পরিবহণ করায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়াও তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১ ঘন্টা ৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ২ মিনিট আগে