পানি নিরাপত্তায় কালিঞ্চি খাল পুনঃখনন উদ্বোধন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার(২৯ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
খাল পুনঃ খনন কার্যক্রম উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রনি খাতুন ।
ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়িত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, হেড অব প্রোগ্রামস এনামুল হক, রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু প্রমুখ।
জানা যায় প্রায় ২ হাজার ৩০০ ফুট দীর্ঘ, উপরের দিকে ৬১ ফুট এবং নিচের দিকে ৪০ ফুট প্রশস্ত এই খালটি ওয়ার্ড ও ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় চিহ্নিত করা হয় এবং উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত অনুমোদন লাভ করে। ৩০ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন করা হবে স্থানীয়দের সহায়তায়। খালটি খনন হলে ১০ হাজারের বেশি মানুষ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। খালের উপর একটি কাঠের সেতু নির্মিত হলে দুই পাশের জনগণের যাতায়াত ও সংযোগও সহজ হবে।
ছবি- শ্যামনগর কালিঞ্চি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন।
৫৪ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে