ভারত-পাকিস্তান যুদ্ধ লেগে যাওয়ার শঙ্কার কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, ‘বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না নেয়া আত্মঘাতী। যুদ্ধ কাম্য নয়, তবে যেকোনো পরিস্থিতিতে যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’
আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে কুর্মিটোলায় বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ উপভোগ করেন প্রধান উপদেষ্টা।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনীর গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘যুদ্ধ চাই না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব। বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধাআধি প্রস্তুতি নেয়ার সুযোগ নেই। পরাজয় এখানে কোনো অপশন পারে না। যেকোনো পরিস্থিতিতে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।’
মহড়ায় বিমানবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী এ কে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনূস। এ সময় তিনি নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ২৫ মিনিট আগে