নিউজ ডেস্ক :
রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা পাবে না--এ ধরনের বক্তৃতায় আওয়ামী লীগ নেতাদের ‘হিংস্র-শাপদীয়’ চরিত্র প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘বৃহস্পতিবার ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে নিশিরাতের ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠা জনগণ দেখে সরকারের মাথা বিগড়ে গেছে। তারা তাদের বিদায়ের সাইরেন শুনতে পাচ্ছেন। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকারের মন্ত্রীরা স্ববিরোধী বক্তব্যের প্রলাপে মানুষকে বিভ্রান্ত করার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
দেশ এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, প্রতিদিন চারদিকে অশনি-সংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি-অস্থিরতা। অথচ এমন পরিরিস্থিতে ক্ষমতাসীনদের বিশৃঙ্খলা ও অপকীর্তির শেষ নেই।’
সংবাদ সম্মেলনে বিএনপির এই সিনিয়র নেতা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি কামনায় আগামী ১৬ আগস্ট জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন। এদিন দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও হাছান মাহমুদের বক্তব্য উদ্ধৃত করে বলেন, “নানক বলেছেন, ‘আগস্ট মাসটা যাইতে দেন তারপর টের পাবেন কত ধানে কত চাল।’ আর হাছান মাহমুদ বলেছেন, রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবে না। তাদের কীভাবে গর্তে ঢুকাতে হয় সেই ওষুধ আমাদের জানা আছে। প্রয়োজনে প্রয়োগ করা হবে’।”
রিজভী বলেন, ‘তাদের এই বক্তব্যই প্রমাণ করে তারা কতটা হিংস্র-শাপদীয় চরিত্রের। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা, গান পাউডার ছিটিয়ে বাসযাত্রী হত্যা, গুম-খুন যাদের অভ্যাস তাদের মুখেই কেবল এ ধরনের হুঙ্কার শোনা যায়।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সাহস থাকে পুলিশলীগের বেষ্টনী ছেড়ে রাজপথে নামেন। জনগণের উত্তাল প্রতিরোধে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না। জনগণ রাজপথে নেমেছে। আপনাদের এমন বক্তব্য পতনের পূর্বে আত্মচিৎকার। শ্রীলঙ্কার চাইতে পরিণতি করুন হবে আপনাদের।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপুসহ অনেকে।
বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃচ্ছ্র সাধনের জন্য দেশবাসীকে উপদেশের কথা উল্লেখ করে বলেন, ‘অথচ জনগণের সামনে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের বিলাসবহুল জীবনের চিত্র উন্মোচিত হচ্ছে। গত ১৮ জুলাই সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্র্যান্ড সুইস তাদের দেশসেরা বিলাসবহুল বাথ ও কিচেন সামগ্রী গণভবনের জন্য অর্ডার করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন ছাপিয়েছে। সেখানে কেবল একটি কমোডের দাম দেখানো হয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা।’
রিজভী প্রধানমন্ত্রী তার বিশাল গাড়িবহর নিয়ে শুক্রবার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ারও সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘দেশের এই জ্বালানি সংকটে প্রধানমন্ত্রী নিজেই এভাবে গাড়ির তেল পুড়িয়ে পৈতৃকভিটা পরিদর্শন করছেন।’
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬ ঘন্টা ২ মিনিট আগে
১৬ ঘন্টা ৩ মিনিট আগে