জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন পশ্চিম রামচন্দ্রপুর এলাকা থেকে ৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ এলাকার মৃত রফিক প্রামাণিকের ছেলে সুরুজ প্রামাণিক (২৮) এবং একই এলাকার জাহাঙ্গীর মন্ডলের ছেলে হিরু মন্ডল (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেফতারকৃত সুরুজ এবং হিরু দ্বয় চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী সুরুজ এবং হিরু দ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে অভিযান পরিচালনা করে মাদক তাদেরকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
২ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে