ভারত থেকে বাংলাদেশে পুশইন ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৭ মে) মোংলায় কোস্ট গার্ড বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যেন পুশইনের ঘটনা না ঘটে এজন্য আমরা ভারতকে জানিয়েছি। এবং আমরা জানিয়েছি বাংলাদেশি যদি কেউ ওইপারে থাকে তাহলে তা প্রোপার চ্যানেলে পাঠান, আমরা যেমন প্রোপার চ্যানেলে পাঠাই।
উপদেষ্টা বলেন, দেশের একটা বড় সমস্যা হলো মাদক। মাদক থেকে আমাদের এই দেশটাকে মুক্ত করতে হবে। এজন্য সবার সহযোগীতা চাই। মাদক গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে।
মাদক এবং দুর্নীতি এই দুইটা যদি কমানো যায় তাহলে দেশটা অনেক এগিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১১ জানুয়ারি মাসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে