ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৫-২৬ সেবা বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ মে) অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভা ও বোর্ড মিটিংয়ে কমিটির চূড়ান্ত অনুমোদন হয়েছে।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও নুর মোহাম্মদদের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী লিও নাঈম উদ্দিন শাফায়েতের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব সেক্রেটারী আবু তাহের, সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, আগামী সেবাবর্ষের লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আবু মোঃ ফয়সাল রানা, লায়ন বিদ্যুৎ সেন, লায়ন মনির হোসেন বাপ্পি, লায়ন মোঃ পারভেজ, লিও আব্দুল্লাহ আল মারুফ এবং সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন, ইমরান ইমু প্রমূখ।
এতে লিও ক্লাবের বোর্ড অব ডিরেক্টর এবং লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দের সম্মিলিত মতামতের ভিত্তিতে আগামী সেবাবর্ষের জন্য গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লিও এনামুল হক জুয়েল, সেক্রেটারী লিও এমদাদুল হক তুহিন এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন লিও জয় বড়ূয়া। কমিটির অন্যান্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট লিও নাঈম উদ্দিন শাফায়েত, জয়েন্ট সেক্রেটারী আল আমিন হোসাইন, ইমতিয়াজ নিহাল, ইমরান হোসাইন, নাঈম হাসান, জয়েন্ট ট্রেজারার মো: সজীব হোসেন, সিস্টার কো-অর্ডিনেটর সানজিদা আকতার ইভা, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিপি আকতার, টেমার রিতু সাহা, টেইল টুইস্টার আবরার রাতুল, কালচারাল কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম সাকিব, কো-চেয়ারম্যান জুথি হাসান, ক্লাব ডিরেক্টর যথাক্রমে আব্দুল্লাহ আল মারুফ, ইমরান ইমু, রায়হান করিম, নাঈম উদ্দিন এবং সাজ্জাদ হোসেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবে কর্মকান্ডকে বেগবান গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
৪ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬ ঘন্টা ২ মিনিট আগে
৬ ঘন্টা ১২ মিনিট আগে