গেল মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে চেলসির জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মূল ট্রফিটা তার ওভাল অফিসে রেখে দিতে চান। যে কথা সে কাজ। সত্যি আসল ট্রফিটা রেখে দেন তিনি। আর রেপ্লিকা দেয়া হয়েছে ইংলিশ ক্লাবটিকে। এবার ট্রাম্পের দৃষ্টি বিশ্বকাপের আসল ট্রফিতে!
২০২৬ বিশ্বকাপের ড্র’র দিনক্ষণ জানাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ ট্রফি সঙ্গে করে এনেছিলেন ওভাল অফিসে। ফলে ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক বিশেষ মুহূর্তই তৈরি হলো বটে। ফিফা প্রেসিডেন্ট দেখা করলেন ট্রাম্পের সঙ্গে। সেখানে ঘোষণা হলো বিশ্বকাপের ড্রয়ের দিন-তারিখ। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফুটবলের ইতিহাসে এটাই প্রথমবার যখন তিন দেশ একসঙ্গে আয়োজন করবে সবচেয়ে বড় আসর।
বৈঠকের সময় ইনফান্তিনো ট্রাম্পকে উপহার দিলেন বিশ্বকাপ ২০২৬–এর আসল ট্রফি। ট্রফি হাতে দেয়ার সময় ফিফা সভাপতি মজা করে বললেন, এটা কেবল বিজয়ীদের জন্য। আপনি একজন বিজয়ী, তাই আপনি এটা ছুঁতে পারেন। ট্রফিটা ভারী। শেষবার এটা তুলেছিলেন লিওনেল মেসি, ২০২২ সালের চ্যাম্পিয়ন।
ট্রফিটি হাতে নিয়ে ট্রাম্প বলেন, ‘‘এটা বেশ ভারী।’’ এ সময় ট্রাম্পের হাত থেকে পড়ে যাওয়ার উপক্রমও হয়েছিল ট্রফিটা। ইনফান্তিনো আটকান কোনরকমে। এরপর ট্রাম্প মজা করে বলেন, সুন্দর একখণ্ড সোনা। আমি কি এটা রেখে দিতে পারি? আমার মনে হয় না আমি এটা ফেরত দেব।’ এমনকি অফিসের এক জায়গা দেখিয়ে বললেন, সেখানেই তো এটা সাজিয়ে রাখতে পারি!
এরপর ইনফান্তিনো ট্রাম্পের হাতে তুলে দেন বিশ্বকাপ ২০২৬–এর প্রথম টিকিটও। সেই টিকিটে লেখা ছিল ‘প্রথম সারি, প্রথম আসন’। আরও বিশেষ ব্যাপার হলো, টিকিটে নম্বর দেওয়া ছিল ৪৫/৪৭। এটা ইঙ্গিত করছে ট্রাম্পের পরিচিতি—মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট।
আসন্ন আসর হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল খেলবে এখানে এবং ১৬ শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত। এর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। আগামী ৫ ডিসেম্বর এই ড্র অনুষ্ঠিত হবে।
ইনফান্তিনো বলেন, ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্রয়ের দিনক্ষণ জানাতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হবে এটা। যে জায়গাটা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্র। দলের প্রতিনিধি, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও ১৬ শহরের প্রতিনিধিত্বকারী ভক্ত-সমর্থকদের অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।
বছরে ১০ লাখেরও বেশি মানুষ আসেন কেনেডি সেন্টারে। ২০০০-এর বেশি প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে বছরজুড়ে। বিশ্বকাপের ড্র নিশ্চিতভাবে পাবে অন্য মাত্রা।
হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি ক্রিস্টি নোম। লাল রঙের ক্যাপ পরে ট্রাম্প লিখেছিলেন, ট্রাম্প সব কিছুর ব্যাপারে ঠিকই বলেছিলেন।
ফুটবল বিশ্বকাপের উত্তাপ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। হোয়াইট হাউসের এই সব ঘটনা সে উত্তাপ আরেকটু বাড়াল বৈকি!
১২ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
১৫ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৫ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৪২ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৮ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে