ময়মনসিংহ জেলায় এখন মাদকের দাপট শহর থেকে সেই প্রত্যন্ত গ্রাম অবধি পৌঁছে গেছে। মাদকের কারণেই দিন দিন বাড়ছে চুরি-ছিনতাই।
এখন গ্রামের উঠতি বয়সের বখাটে যুবকরাও কাঁচা টাকার লোভে মাদক ব্যবসার ফাঁদে পা দিচ্ছে।
ময়মনসিংহের ৭ নং চর-নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে প্রায়ই বড় ধরনের চুরির ঘটনা ঘটে। বিজয়নগর এই গ্রামে প্রতি সপ্তাহে ১-২ বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা করে।গত ৩-৪ দিন আগে বিজয়নগর গ্রামের সিনিয়র সাংবাদিক ও ময়মনসিংহ হিউম্যান রাইটস ও প্রেস সোসাইটির ময়মনসিংহ জেলার সভাপতি মো: আব্দুল কাইয়ুম সুমন এর বাড়িতে বড় ধরনের পরিকল্পিতভাবে চুরি হয়।এই পরিকল্পিত চুরির ঘটনা তদন্তে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাছাড়া গ্রামে কিশোর অপরাধ বাড়ছে মাদকের কারনে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও সমাজে অপরাধ এবং মাদক গ্রহণের হার বেড়েই চলেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালিয়ে গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে ফের মাদক কারবার ও সেবনে জড়িয়ে পড়ছে অপরাধীরা।
জানা গেছে প্রথমে সিগারেট ও গাঁজা দিয়ে শুরু করলেও ইয়াবা ও হেরোইন গ্রহণের মাত্রা এই গ্রামে সবচেয়ে বেশি।এই মাদকের টাকা জোগাড় করতে তারা চুরি ছিনতাই করে।এজন্য এখন বিজয়নগর গ্রাম সম্পূর্ণ অনিরাপত্তায় ও ভয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী।
জেলা পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে, মাদক রোধে ময়মনসিংহ নগরীর পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও পুলিশি তৎপরতা জোরালো হচ্ছে। প্রায়ই হচ্ছে অভিযান। আটক হচ্ছে অনেক ছোট-বড় মাদক বিক্রেতা। অনেকের নামে মামলা হচ্ছে।
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে