প্রকাশের সময়: 08-02-2023 02:59:45 pm
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইইই ডে পালন করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে আনন্দ শোভাযাত্রা, কবুতর উড়ানো, কেককাটা, আলোচনা সভা ও সেমিনারসহ নানা আয়োজনে এই দিবস পালন করা হয়।
এসময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ইইই বিভাগের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী বিভাগ। আশা করি, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অবদান রাখবে এবং এ বিভাগ থেকে আরও দক্ষ জনশক্তি তৈরি হবে।
ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসাইন এবং মূলবক্তা হিসেবে ছিলেন এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলি আজম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, ড. ইমরান খান, ড. মেহেদী হাসান জুয়েল, সহকারি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. আল আমিন, নাজমুল হাসান, মোঃ তারেকুজ্জামান, মোঃ রবিউল ইসলাম ও শুভ দেব সহ বিভাগের সকল বর্ষের শিক্ষার্থী। পরে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ২০১২ সালের ৮-ই ফেব্রুয়ারী প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর মাধ্যমে যবিপ্রবিতে ইইই বিভাগের যাত্রা শুরু হয়। তাই এই দিনটিকে ‘ইইই ডে’ হিসাবে প্রতিবছর উদযাপন করা হয়।
১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে