আমি একা করি বাস
স্বদেশের মাঝে,
আমি একা নীতি বাজ,
দুর্নীতির মাঝে।
আমি একা ইমানদার
বেইমানের মাঝে,
আমি একা আশাবাদী
দিশেহারার মাঝে।
আমি চিৎকার করে প্রতিবাদ করি
যারা অন্যায় করে।
আমি আমাকে শুধু রেখেছি ধরে,
যার কারণে আছি দূরে।
মিলে মিশে থাকতে হলে,
ছাড়তে হবে একাকে।
বাসতে হবে তাকে ভালো,
সমাজ যাকে বেছে নিল।
নইলে আমায় থাকতে হবে
সারা জীবন একলা শেষে।
১ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে