হে পুলিশ ভাই,
তুমি কেমন করে বুকে মারলে গুলি?
আমরা ছাত্র তাই বটে কি?
শুনো হে, শুনো হে, পুলিশ ভাই ভাষা আন্দোলন
থেকে শুরু করে,ছাএদের ভূমিকা আছে সর্ব সময়!
ভেবো না আজ ছাত্র বলে দুর্বল, মাঠে যদি নেমে
যাই আমরাই হবো সবল!
তোমরা পারলে কেমন করে, ছত্রদের বুকের রক্ত
ঝরাতে!
যে ছাত্র থাকবে পড়ার টেবিলে,সে ছাএ আজ হসপিটালের বেড়ে!
একবারও কি বিবেকে দেইনি তোমাদের নাড়া,
কিভাবে ছাএদের করেছ তাড়া!
যে ছাএ গড়বে দেশ, সে ছাত্রের বুকটা করেছ নির্বিশেষ!
আপন করেছ ব্যবসায়ি, শত্রু বানিয়েছ ছাত্র ছাত্রী!
আজ কেন দেখতে হবে, ছাত্রের বুকে গুলি!
বিদ্যাপিঠে কেন রক্তের ছড়া ছড়ি!
হে ছাত্র সমাজ এক হও, এক হও,
প্রতিবাদে নেমে যাও!
রুখে দাও সব অত্যাচার!
থামিয়ে দাও সব অবিচার!
ভাইদের রক্ত শুকানোর আগে, নেমে আসো সকলে রাজ পথেতে,বিচার দাবি নিয়ে!
একত্র হও ছাত্র সমাজ, গড়ো তবে মানববন্ধ!
বিচার চাই!
বিচার চাই!
ভাইদের রক্তের!
বিচার চাই!
১ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে