১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: ওবায়দুল কাদের ডিমের দাম হঠাৎ কমে যত হলো ইসলামপুরে ৭ জুয়াড়িকে আদালতে সোপর্দ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীন হলে থাকা নিয়ে ভর্তি পরীক্ষার্থীকে হয়রানির অভিযোগ শাবির হল প্রভোস্টের বিরুদ্ধে মধুপুরে কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি পুকুর পাড়, ঈদগাহ মাঠে স্থাপিত মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জিপিএ ফাইভ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। প্রথম টি-টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত আজ যে ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস কুতুব‌দিয়ায় সাংবা‌দিক‌দের সা‌থে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার হানিফের মতবিনিময় হবিগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত। লাখাইয়ে উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক উজানের ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ কুতুবদিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি রাসেল সিকদারের নেতৃত্বে মে দিবস উদযাপন বাংলাদেশের জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে কাভার ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত আরও ২ দিন বাড়লো ‘‌হিট অ্যালার্ট’

ইসলামে প্রতারণার কুফল

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2023 06:15:48 pm

© সংগৃহীত ছবি

 ◾ আবদুর রশীদ


মানুষের মধ্যে যেমন রয়েছে এক প্রকার হিতাকাঙ্ক্ষী, তেমনি রয়েছে প্রতারক ৷ মানুষ কখনো খারাপ হয় না ৷ খারাপ থাকে মানুষের গুণাবলীতে ৷ মানুষের ইচ্ছাশক্তি থাকার কারণেই চারিত্রিক গুণাবলীতে ভিন্নতর পরিলক্ষিত হয় ৷ আর ইচ্ছাশক্তি হল পরিক্ষার কারণ ৷ আল্লাহ তা'য়ালা গাইড লাইন দিয়েছেন মানুষ যেন নিজেদের সংশোধন করতে পারে এবং পরকালীন সাফল্য লাভে সহজ হয় ৷ কিন্তু, এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে বিভিন্ন অপকর্মে জড়িয়ে রেখেছে ৷ আর জড়িয়ে রাখা শত অপকর্মের মধ্যে প্রতারণা হল অন্যতম ৷ আল্লাহ তা'য়ালা প্রতারকদের মুনাফিক হিসেবে পরিচয় দিয়েছেন ৷ সাধারণত, প্রতারক বা ধোঁকাবাজরা বিভিন্ন ক্ষেত্রে ধোঁকা দিয়ে থাকে ৷ যেমন: ইবাদাত, পারস্পরিক লেনদেন, কথাবার্তা, আমানত রক্ষা, ছদ্মবেশ ধারণ ইত্যাদি ৷


পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, 'নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় ৷ আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন ৷ আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে ৷' (সূরা-নিসা, আয়াত : ১৪২) উক্ত আয়াতে বিশেষ করে সেই মুনাফিক প্রতারকদের কথা উল্লেখ করেছেন যারা ইবাদত পালনে অলসতা করে, অযুহাত দাঁড় করে প্রতারণার আশ্রয় নেই এবং ভালো সাজার চেষ্টা করে ৷ কিন্তু, সেসব প্রতারকরা প্রকৃতপক্ষে অন্যদের ক্ষতির চেয়ে নিজেদরই বেশি ক্ষতির দিকে ধাবিত করে ৷ বাহ্যিকতায় যতই ভালো ফলাফল তারা উপভোগ করুক না কেন সবটুকু বিফলে যায় নিজেদের অজান্তে ৷ এই জন্য আল্লাহ তা'য়ালা বলেন, 'তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে ৷ অথচ তারা নিজদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না ৷' (সূরা-বাকারাহ, আয়াত : ০৯)


বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রতারণার শিকার সাধারণ জন ৷ বিশেষ করে, অনলাইন সাইটে এর মাত্রা আরো অত্যধিক ৷ মানুষের জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে নিত্যনৈমিত্তিক নতুন কিছুর উদ্ভাবন হয়ে চলছে ৷ এর মধ্যে অনলাইন শফিকং সাইট, বিকাশ সেবার মত নানা সাইট, এজেন্সি ট্রাভেল সাইট ইত্যাদি ৷ শফিং সাইটে প্রয়োজনীয় পণ্য অর্ডার করলে ডুপলিকেট পণ্য দেওয়া, বিকাশ সেবার মত বিভিন্ন সেবার মাধ্যমে অর্থ হাতিয়ে প্রতারণা করা, ব্যবসায়ীক পণ্য লেনদেনের ক্ষেত্রে ওজনে কম দেওয়া, সম্পত্তি বন্টনে গরমিল করা ইত্যাদি ৷ এছাড়াও বিভিন্ন গেমিং সাইট ও অ্যাপসের মাধ্যমেও প্রতারণা করা হয় ৷ এক কথায় প্রতারণার কোনো শেষ নেই ৷ অতচ, যাবতীয় প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আল্লাহ তা'য়ালা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন-সম্পদ অন্যায়ভাবে খেয়ো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা।’ (সুরা-নিসা, আয়াত: ২৯) অন্য আয়াতে বলেন, ‘সুতরাং, তোমরা পরিমাণে ও ওজনে পরিপূর্ণ দাও এবং মানুষকে তাদের পণ্যে কম দেবে না ৷’ (সুরা-আরাফ, আয়াত : ৮৫) আল্লাহ তা'য়ালা আরো বলেন, ‘হে রাসুলগণ! পাক-পবিত্র হালাল রুজি খাও এবং নেক আমল কর ৷’ (সুরা-মুমিনুন, আয়াত : ৫১)


যারা প্রতারণা করে মানুষের সাথে এবং কষ্ট দেই তারা কখনো মু'মিন হতে পারে না ৷ মু'মিন কখনো ধোঁকা দেই না ৷ প্রতারণার ফলে কতজনের অশ্রু নিরবে ঝরে পড়ে, প্রতারিত হওয়া জিনিস নিয়ে হয়তো কত আশা ও স্মৃতি জড়িয়ে থাকে, হয়তো কোনো স্বপ্ন পূরণেও মানুষ পারস্পরিক লেনদেন ও বানিজ্যের কাজে লিপ্ত থাকে ৷ কিন্তু তা অশ্রুর কারণ হয়ে যায় যখন তা কোনো প্রতারণার শিকার হয় ৷ এই জন্য মহানবী (সা.) কঠোর ভাষায় বলেছেন, ‘যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয় ৷’ (সহিহ মুসলিম, হাদিস নং-১৬৪)


রাসূল (স:) বলেছেন, মুনাফিকের আলামত তিনটি- ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. আমানত রাখলে খেয়ানত করে এবং ৩. প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে ৷’ (সহিহ বুখারি, হাদিস নং- ২৫৬২) আর মুনাফিকের এই সব আলামতগুলো প্রতারকের মধ্যে পুরোপুরি বিদ্যমান ৷ তাই, প্রতারণা ও ঠকানোর মাধ্যমে যারা অন্যের সম্পদ ও অর্থ আত্মসাৎ-এ নিজেদের উদর ভর্তি করে তারা কেবল হারাম খেয়ে থাকে ৷ আর যারা হারাম খায় তাদের ব্যপারে রাসুল (সা.) স্পষ্টভাবে বলেছেন, ‘হারাম খাদ্য দিয়ে প্রতিপালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না ৷’ (শুয়াবুল ঈমান, হাদিস নং- ৫৭৫৯) হাদিসে এসেছে, ‘কেয়ামতের দিন বান্দার পা দুখানি সরবে না ৷ (অর্থাৎ আল্লাহর সামনে থেকে যাওয়ার তাকে অনুমতি দেওয়া হবে না) যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে; তার আয়ু সম্পর্কে, সে তা কিসে ক্ষয় করেছে? তার বিদ্যা সম্পর্কে, সে তাতে কী আমল করেছে? তার মাল সম্পর্কে, কী উপায়ে তা উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে? আর তার দেহ সম্পর্কে, কোন কাজে সে তা ক্ষয় করেছে?’ (জামে তিরমিজি, হাদিস নং- ২৪১৭)


সুতরাং, প্রতারণা করে অর্জন করা অর্থ-সম্পদ জবাবদিহিতা ছাড়া আল্লাহর নিকট থেকে পার পাবে না৷ অবশ্যই তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি ঘিরে ফেলবে ৷ আর তাদের কোনো সাহায্যকারী বলতে কেউ পাশে থাকবে না


অতএব, আমাদের মাঝে যারা এমনটি আচরণের প্রতি একটু দূর্বল তারা যেন খুব দ্রুত নিজেদের সংশোধন করে ফেলি ৷ আল্লাহর আজাবকে একটু স্মরণ করি ৷ মৃত্যু যে সন্নিকটে সেটার প্রতি একটু মনোনিবেশ করি ৷ মনে রাখবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু ৷ তাঁর কাছে সবসময় তাওবার দরজা উন্মুক্ত ৷ তাওবা করে ফিরে আসা প্রকৃত মু'মিনের গুণাবলী ৷ আল্লাহ তা'য়ালা সবাইকে সঠিক বুঝার ও আমল করার তৌফিক দান করুন ৷ আমিন !


লেখক: আবদুর রশীদ

তরুন লেখক ও প্রাবন্ধিক

আরও খবর