বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক যুগের কর্মস্থল থেকে বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নানকে শ্রদ্ধা-ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলেন উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী ও সাবেক জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লীনা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ।
উপজেলার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রধানরা এ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে সভায় মানপত্র পাঠপূর্বক তা বিদায়ী উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা এ সভায় বক্তব্য রাখেন। বক্তারা বিদায়ী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আব্দুল হান্নানের দীর্ঘ প্রায় ১২ বছরের সততা নিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণভাবে দায়িত্ব পালন এবং বিভিন্ন স্মৃতিচারণ করে তার বিনম্র আচার-ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও সুখ সাচ্ছন্দ্য কামনা করেন। এ সময় সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এক সংক্ষিপ্ত বক্তৃতায় বিদায়ী কর্মকর্তা আব্দুল হান্নান তাকে এমন সম্মান প্রদর্শন ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে