বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ উৎসবমুখর করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) বিকাল ৪ টায় মোরেলগঞ্জ থানার আয়োজনে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ, জনপ্রিনিধি, গ্রামপুলিশ সুধীসমাজের প্রতিনিধির সাথে পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ ( মোরেলগঞ্জ- শরণখোলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান, উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস।
এ সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, গ্রামপুলিশ ও সুধী সমাজের প্রতিনিধিগণ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
এবার মোরেলগঞ্জের ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় পূজামন্ডপের সংখ্যা ৭৬ টি। এ ৭৬ টি পূজামণ্ডপের নিশ্ছিদ্র নিরাপত্তা ও সার্বিক বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এদেশে কোন সংখ্যালঘু নেই, মহান মুক্তিযুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সবার সমন্বিত প্রচেষ্টায় ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে। সংসদ সদস্য মিলন পূজা আয়োজকদের সাথে দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক পাশে থাকার নির্দেশ প্রদান করেন।
বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, এ এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুত কালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, অপরাধীর অন্য কোন পরিচয় নেই অপরাধী শুধু অপরাধী হিসেবে বিবেচিত হবে। তিনি অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের নম্বর সমূহে প্রয়োজনে যোগাযোগ করার জন্য বলেন। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও আইন শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয় সহ আলাদা স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
এছাড়া বিভিন্ন বক্তা প্রতিটি পূজামন্ডপ কমিটিকে সকল ধর্মের সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠনেরও আহ্বান জানান।
১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে