নিজের দাপ্তরিক কাজের ফাঁকে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিচ্ছেন ইউএনও এসএম তারেক সুলতান । আর এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গভীর প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপভোগ করছেন একজন উপজেলা প্রশাসকের শ্রেণি পাঠদান।
মোরেলগঞ্জ উপজেলার ইউএনও এসএম তারেক সুলতান নানা কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষার ভিত মজবুতকরণ, শুরু থেকে নৈতিক শিক্ষা ও ইংরেজি শেখার উপর গুরুত্ব আরোপ করে এ উপজেলায় যোগদান করে এর জন্য গত ১০ মাস ধরে কাজ করে যাচ্ছেন।
শুধু প্রাথমিকেই নয়, তিনি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও ক্যারিয়ার গঠনে দিচ্ছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।
ইতোমধ্যেই তিনি ১৭২ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে পাঠদান সহ বহু স্কুল, কলেজ পরিদর্শন করেছেন।
শিক্ষার্থীদের ইংরেজি শেখা ও ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা বৃদ্ধির জন্য ‘ইংলিশ ল্যাংগুয়েজ লার্নিং সেন্টার’ উদ্বোধন করেছেন। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
একজন উপজেলা নির্বাহী অফিসার এর এই কর্মকাণ্ডে খুশি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা।
সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী রন্দ্রিলা জানায়, শিক্ষা জাতির মেরুদণ্ড, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, প্রশাসক, রাজনীতিক ভালো কিছু তৈরি করতে প্রয়োজন উপযুক্ত শিক্ষক।
তাই আমাদের ইউএনও স্যার ক্লাস নিয়েছেন আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং এটি অনেক উৎসাহপ্রদ ছিল।
এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান জানান, ইউএনও সাহেবের ক্লাসে ছাত্রছাত্রীরা অনেক আনন্দ পেয়েছে। তিনি এই এক ঘণ্টা সময় তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। অনেক বিষয় নিয়েই তিনি আলোচনা করেছেন। এরকম উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। এছাড়া বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়বে।
স্থানীয় অভিভাবকেরাও এটাকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, ‘শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, তাই শিশুকাল থেকেই তাদের মানবপ্রেম, দেশপ্রেম, নৈতিক শিক্ষা সহ গুনগত শিক্ষায় জোর দিতে হবে। তাই কাজের ফাঁকে ফাঁকে উপজেলার কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চেষ্টা করছি। আর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সচেতনতা বাড়াতে স্কুলগুলোতে যাচ্ছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করছি। এতে করে উপজেলার প্রাথমিক শিক্ষা সহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে গতিশীলতা আসবে বলে আশা করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী এ শিক্ষার্থী ৩৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যুক্ত হন খুলনার একটি শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন ইউএনও এসএম তারেক সুলতান।
ইতোমধ্যেই তিনি তার সততা, কর্মনিষ্ঠা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন কাজ করার স্বীকৃতিস্বরূপ খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে