বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এবার ৭৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার থেকে মহাষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরু হবে।
এখন মণ্ডপে মণ্ডপে পূজার্চ্চনার সামগ্রী সংগ্রহের কাজ চলছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজার নতুন বস্তু কেনাকাটার ধুম পড়েছে।
মণ্ডপগুলো নানা রংয়ের কাপড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এবার উপজেলায় ১৬টি ইউনিয়নে ৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক পূজা কমিটিকে সরকার ৫০০ কেজি করে চাল সরকার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন ২ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন।
ইতোমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার-ভিডিপি ও গ্রামপুলিশ থাকবে। এছাড়াও পূজার দিনগুলোতে পুলিশের টহল টিম থাকবে।
স্থানীয় সংসদ সদস্য এ্যাড; আমিরুল আলম মিলন সময়- সুযোগ বুঝে বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে ঘুরে পুজা দেখার আনন্দ উপভোগ করার কথা ব্যক্ত করছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহ্বায়ক ও বাগরেহাট জেলার সনাতন র্ধম সুরক্ষা পরিষদরে সদস্য সচিব সাংবাদিক শিব সজল যীশু ঢালী জানান, সনাতন র্ধমালম্বীরা গতবারের মতো মুখে মাস্ক এবং সামাজিক দুরত্ব বজায় রেখে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা দর্শন করলে ভালাে হবে। পাশাপাশি সরকারের দেওয়া সকল নিয়ম মেনে পূজা উদযাপন করতে হবে। পূজা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা ও পূজা উদযাপন পরিষদের কন্ট্রোল রুম থাকছে এবং ভ্রাম্যমাণ আদালত খাকবে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকছে। কোথাও কোথাও, ফায়ার সার্ভিসের কর্মীরা থাকছে।
১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে