দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণাকরেছেন রবিবার ( ২৬ নভেম্বর) বিকেলে।
বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ -শরণখোলা) আসনে ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগের নাম ঘোষণা করার পরপরই মোরেলগঞ্জের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে নাম ঘোষণার পর এ এলাকার মানুষের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। এবার মনোনয়নে বড় ধরনের পরিবর্তন এসেছে।
এ মনোনয়নের ফলে বাদ পড়েছেন এ এলাকার বর্তমান এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন ।
গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে বাগেরহাট-৪ আসন থেকে ১৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।
নৌকার মনোনয়নের কথা জানতে পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এইচ এম বদিউজ্জামান সোহাগ দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এলাকার সবার মধ্যে সম্প্রীতির মেল বন্ধন সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে