বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার দুদিন পর রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেরিঘাট এলাকায় লাশটি ভেসে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, স্বজনদের কোন প্রকার অভিযোগ না থাকায় সোমবার বেলা ১০টার দিকে ফজলুল হকের লাশ তার ছেলে সেলিম শেখসহ পরিবারের অপর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় মোবাইলে কথা বলতে গিয়ে ফজলুল হক (৭০) নদীতে পড়ে যান। দুদিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও কোস্টগার্ড নদীতে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে ঘটনার ৫২ ঘন্টা পর তার লাশ ভেসে ওঠে। ফজলুল হক ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে