বরগুনার তালতলী উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা পরিষদ ডাক বাংলো ও নুরজাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল ইসলাম খান নিখিলের আহ্বানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম এটম ও সম্মানিত অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
তালতলী জেলা পরিষদ ডাক বাংলোর সামনে এসব গাছের চারা রোপন করা হয় ও বেগম নুরজাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছে।
এ সময় জেলা সাংগঠনিক সম্পাদক রাসেল ফরাজী, ধর্ম বিষয়ক সম্পাদক নয়ন বেপারী,উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু যুগ্ন, আহবায়ক শামীম পাটোয়ারী,যুবলীগ নেতা মো.তারেকুজ্জামান তারেকসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হয়।
৬১ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
১০৩ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১১ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১৮ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩৬ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
১৪০ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪৮ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে