জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ৫ দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালনের পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বগুড়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও), ১২টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে স্মারকলিপি জমা দেন।
এর আগে পাঁচ দফা দাবিতে সারাদেশের ন্যায়
বগুড়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা সোমবার ১২ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি শুরু করেন। দাবী না মানলে পূর্বঘোষণা অনুযায়ী আজ তাদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী ছিলো।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, বগুড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, সারিকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের, আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, শাজাহানপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ-নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপথ, পদোন্নতি চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে, অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮-১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, তাদের যৌক্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে পরবর্তী কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার পুনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভা আহ্বান করে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে