বগুড়ার সারিয়াকান্দিতে রাজধানীর পল্লবী সহ দেশব্যাপী বিএনপি'র চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আ'লীগ সন্ত্রাসী বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি'র পৃথক বিক্ষোভ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০২২ (রবিবার) বিকেলে সারিয়াকান্দি উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাড. নূরে আজম বাবু ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে এক বিক্ষোভ র্যালী মাদ্রাসা মোড় থেকে মুক্তিযোদ্ধা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র নবনির্বাচিত সভাপতি এ্যাড. নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল মোমিন পিন্টু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ,
ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডা. আব্দুল মান্নান, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মিলন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল, কৃষক দলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবলু, বিএনপি নেতা আক্তারুজ্জামান বুলবুল, ইকবাল কবির পলাশ, সাখাওয়াত হোসেন ডাবলু,
ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বগুড়া জেলা মহিলা দলের সদস্য রুবি বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের সদস্য গোলাপি বেগম প্রমুখ।
অপরদিকে, উপজেলা বিএনপির কার্যালয় থেকে পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরার নেতৃত্বে পৌর বিএনপির সদস্যরা এক বিক্ষোভ র্যালী বের করে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে এসে শেষ হয়।
সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে পৌর বিএনপির বিক্ষোভে বক্তব্য রাখেন, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও তাহেরুল ইসলাম পাঞ্জাব, সাবেক পৌর আহ্বায়ক মতিউর রহমান মতি, যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি ও যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম নিশান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপি নেতা ইউনুস আলী মন্ডল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা জানান, বিএনপি'র লোকজন জেল-জুলুম ভয় করে না, বিএনপি নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর দিন শেষ, দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এসে গেছে আ'লীগ নেতাদের। বাংলাদেশের প্রতিটি জায়গায় তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলেছে দলের নেতা-কর্মীরা, বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমান দেশে ফিরলে আ'লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কোনো অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবেনা। বানের জলের মতো ভেসে যাবে আ'লীগের নেতা-কর্মীরা।