অনুষ্ঠানে সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক বাবর আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবাগত ওসি রাজেশ কুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মুন্টু, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা, সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক তপন ঘোষ, উপজেলা মহিলা ভাইস শাহিনুর বেগম, পৌর মেয়র মতিউর রহমান মতি। এছাড়াও বক্তব্য প্রদান করেন, কামালপুর ইউপি চেয়ারম্যান রাশেদুউজ্জমান রাসেল, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রমুখ। এ ছাড়াও হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান, থানার পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ২০০১ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ পুলিশে এবং ২০২০ সালের ২৩ অক্টোবর সারিয়াকান্দি থানায় যোগ দান করেন। প্রসঙ্গত ওসি মিজানুর রহমানকে সম্প্রতি রাজশাহী রেঞ্জের নাটোর জেলায় বদলী করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বদলীর পূর্বে পাবনা জেলার সুজানগর থানার তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।