বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর, ২০২২ (বুধবার) সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য কমিশনের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসেই শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, ভেটেরিনারি সার্জন ডা. মাহে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমাল মাহমুদ প্রমুখ।
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে