বগুড়ার সারিয়াকান্দিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর, ২০২২ (বুধবার) সকালে সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সারিয়াকান্দি, বগুড়ার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসেই শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
“জলাতঙ্ক: মৃত্যু নয়,
সবার সাথে সমন্বয়” প্রতিপাদ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমাল মাহমুদ প্রমুখ।
উক্ত আলোচনা সভা শেষে সারিয়াকান্দি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে লাম্পি স্কিন ডিডিজ প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহে আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমাল মাহমুদ, জাতীয় অনলাইন প্রেসক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সহ সকল সাংবাদিকবৃন্দ।
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে