বগুড়ার সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযানে রেশমা বেগম (২৬) ও মিঠুন ওরফে লিটন (৩০) দুজনকে হেরোইন সহ আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর, ২০২২ (বৃহস্পতিবার) বেলা ১২.২০ ঘটিকায় বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম এর নির্দেশনায় বগুড়া জেলাকে মাদক মুক্ত, চুরি, ছিনতাই রোধের প্রত্যয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী ও সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর নেতৃত্বে এসআই গোলাম রসুল সঙ্গীয় এসআই খোকন চন্দ্র দাস, এসআই মাহাবুব হাসান, এএসআই স্মরণ খান, এএসআই মহসীন উদ্দিন, এএসআই কামরুল হোসেন যৌথভাবে সারিয়াকান্দি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। দক্ষ ও চৌকস এই আভিযানিক দল সারিয়াকান্দি থানাধীন টিপুর মোড়ে ডক্টর মেডিকেল সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর হতে উক্ত মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামূরা হলেন, রেশমা বেগম, স্বামী- মিঠুন ওরফে লিটন, পিতা-আংগুর সরকার, মাতা- জামিরুন এবং মিঠুন ওরফে লিটন (৩০) পিতা- শফিকুল ইসলাম, মাতা- আলেফা বেগম। উভয় আসামীই পারতিতপরল, সারিয়াকান্দি, বগুড়ার বাসিন্দা এবং তারা স্বামী-স্ত্রী। আটক করার সময় তাদের হেফাজত হতে ২৫ (পঁচিশ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করেন।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুজনকেই মাদকদ্রব্য মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সারিয়াকান্দি উপজেলাকে মাদকমুক্ত রাখতে সর্বদাই এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।