বগুড়া জেলার সারিয়াকান্দি যমুনা নদীতে বঙ্গবন্ধু নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
০৮ অক্টোবর,২০২২ (শনিবার) বিকেলে হাটশেরপুর বঙ্গবন্ধু নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলার বলাইল এলাকায় যমুনা নদীতে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা অনুষ্ঠিত হয় । ফাইনাল খেলায় অংশ নেয় ৩টি নৌকা।র
তাদের মধ্যে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ সরদারপাড়া একাত্তর বিজয় নৌকা প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কয়লাকান্দি হাওয়ার তরী নৌকা ও সারিয়াকান্দি উপজেলার বলাইল গ্রামের যমুনা এক্সপ্রেস নৌকা যৌথ ভাবে ২য় স্থান অধিকার করেছে। ১ম স্থান অধিকারী নৌকাকে পুরষ্কার স্বরূপ ১০০ সিসি'র ১টি মোটর সাইকেল প্রদান করা হয়। ২য় পুরস্কার ১টি ফ্রিজ, ৩য় পুরস্কার ১টি টিভি এবং ৪র্থ পুরষ্কার ১টি ছাগল বরাদ্দ রাখা হয়। হাটশেরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিয়ার রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি রেজাউল করিম মন্টু। আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নৌকাবাইচ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ম.আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, পৌর মেয়র মতিউর রহমান মতি, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাসেল প্রমুখ।
৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে