বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিবস টি উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনানে উপজেলা প্রাশাসন, বিএনপিসহ বিভিন্ন সংঠনের পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সম্পাদক আবু হাসান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, মহাতাব আলী, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, রশিদুল ইসলাম, কাবিল উদ্দিন,
তহির উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। এছাড়া বাদ জোহর মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দির সমুহে প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে