“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” স্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জীবন বীমা কর্পোরেশন ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
র্যালী শেষে সারিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডি.জি.এম আইয়ুব হোসেন, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন কর্মকর্তা সন্তোষ চন্দ পাল।
এ সময় উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর এ.জি.এম আফজাল হোসেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বি এম সেলিম পারভেজ, মেহেদী হাসান, ইউ এম শাহীন আলম প্রমুখ।