“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’’ এ প্রতিপাদ্য নিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে ‘জাতীয় ভোটার দিবস-২০২৩’ পালন করা হয়েছে।
এ উপলক্ষ্য সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপেজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহিনুর বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কোথাও কোনও কাজ হয়না।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হোসেন সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কমিশনের অফিস সহায়ক সরিফুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর সোজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।