খুব মনে পড়ে
আর.এ রাশেদ
বসন্তের শেষ প্রান্তে এসে
আছি কোণঠাসা হয়ে,
তবুও অপেক্ষায় গেছি রয়ে-
হার মেনেও নেইনি অবশেষে।
জানি আসবে আবার তুমি
বসন্তের হাওয়া যে আজ-
পেয়েছে নতুন সাজ,
সেই সাজেই তোমায় সাজাবো আমি
অপেক্ষায় ছিলাম বসন্তের শুরু হতে
হাতে নবপুষ্প নিয়ে,
সাজাবো আনমনা হয়ে-
আর বসন্ত বিলাস করবো তোমার সাথে।
কোকিলের কন্ঠে মধুর সুর -
শুনতে কি পাও না আজও
নাকি অন্যের কথায় নবপুষ্পে সাজো?
আমি যে তোমার খোঁজে চলেছি অনেক দূর-
রঙিন পুষ্পে ভরে গেছে, দেখো
বৃক্ষের পাতা পড়ছে ঝরে-
এই ফাগুনে কেন অন্তর পুড়ে?
তবে এই বসন্তে তুমি কার খেয়াল রাখো?
আজও কি অভিমান কাটেনি তোমার?
মনে কি আছে বিদায় বেলার কথা?
দুটি মন তো এখনও একই সুতোয় গাঁথা-
নেই কেন তবুও বাগানে আজ কৃষ্ণচূড়ার সমাহার?
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে