“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
১০ মার্চ (শুক্রবার) সকাল ১১টায় সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাক এবং সুফল-২ প্রকল্প ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের উদ্দ্যোগে অগুন নিভানোর মহড়া অনুষ্ঠিত হয়।
সে সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, প্রতিনিধি সারিয়াকান্দি প্রকল্প অফিসের পক্ষে মনিটরিং অফিসার শামসুল আলম, সহ-প্রকল্প অফিসার শহিদুল ইসলাম, মিজানুর রহমান, ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী রেদওয়ানুজ্জামান চৌধুরী প্রমুখ।
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে