বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেলুয়াবাড়ি গ্রামবাসীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১০টায় যমুনা নদীর তীরে ফাঁকা মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ও দৈনিক সংবাদ সংযোগের প্রকাশক শাহজাদী আলম লিপি। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডি আই জি (প্রশাসন ও লজিস্টিক) হামিদুল আলম মিলন।
যমুনা থিয়েটারের কার্যকরী সদস্য শামীম আহম্মেদের তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সিতাবুল ইসলাম, কামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।