বগুড়ার সারিয়াকান্দিতে প্রধান সড়কের যানযট নিরসনে রাস্তায় নেমেছেন পৌর মেয়র মতিউর রহমান মতি।
জানা গেছে, বেশিরভাগ সময় রাস্তায় যানযট লেগে থাকে। রাস্তায় বালুবাহী ট্রাক প্রবেশ করলে অন্যান্য যান চলাচলে বিঘ্ন ঘটায় যানযটের সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারীদেরও চরম বিপাকে পড়তে হয়।
এমন অবস্থা দূরীকরণের জন্য বুধবার সন্ধ্যায় সারিয়াকান্দি পৌর এলাকার মুক্তিযোদ্ধা মোড়ে এমন দৃশ্য দেখা যায়। এসময় মেয়র মতিউর রহমান কাউন্সিলরদের সাথে নিয়ে রাস্তা যানযটমুক্ত করেন। সেইসাথে তিনি সকল চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করা ও ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেন।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র মতিউর রহমান বলেন, আসন্ন রমজান উপলক্ষে সারিয়াকান্দি বাজার এলাকা যানযট মুক্ত রাখার লক্ষ্যে সারিয়াকান্দি ফাযিল মাদ্রাসা মোড় থেকে পৌরসভা রোড পর্যন্ত ট্রাফিকের ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য তিনি সকলের সহায়তা কামনা করেন।