বগুড়ার সারিয়াকান্দিতে আমতলী গ্রামে জমি নিয়ে ঝগড়া বিবাদের একপর্যায়ে মারপিটে মহিলা সহ ৬ জন আহত হয়েছেন। আহতরা সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ওই গ্রামের তোতা মন্ডলের ৬ শতংশ জমি আছে বাড়ির পার্শ্বে। জমিটির মালিকানা দাবী করে একই গ্রামের মোঃ কামরুজ্জামান জেট এর জামাই মোঃ সজিব মিয়া আদালতে ৬ মাস পূর্বে একটি মামলা করেন। গতকাল শুক্রবার ওই মামলা নিয়ে বাড়ীতে মোঃ মামুনুর রশীদ বাবুর ঝগড়াঝাটি হয় তার মা গোলেবানু (৬০) এর সাথে। এক পর্যায়ে গোলেবানুর জামাই মোঃ কামরুজ্জামান জেট ও নাতী জামাই মোঃ সজিব মিয়া খবর পেয়ে বাড়ীতে ছুটে আসেন এবং তারাও ঝগড়াঝাটি দেখতে পায়। এ সময় অতর্কিতভাবে জামাই মোঃ কামরুজ্জামান জেট ও নাতী জামাই সজিব মিয়ার মারপিটে মামুনুর রশীদ বাবু মন্ডল (৪৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৪০), আব্দুল মালেক টিক্কা (৪৫), মুক্তার হোসেন (২৫), সিহাব (১৮) ও মানিক (২০) আহত হন। আহতরা প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত সিহাব ও মানিকের অবস্থা গুরুতর হওয়া তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমার এ ব্যাপারে আগে আহতদের চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এসআই মাহাবুব হাসানকে বলা হয়েছে।
৭ ঘন্টা ২১ মিনিট আগে
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে