বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের আলাদা দুই অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ পূর্বক সর্বমোট ০৫ জনকে আটক করা হয়েছে।
সারিয়াকান্দি থানা সূত্র জানায়, ৩১ মার্চ দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দুপুর ০১.১৫ ঘটিকায় সারিয়াকান্দি থানাধীন টিওরপাড়া গ্রামস্থ মৃত আজিজ মোল্লার ছেলে জনৈক আলমগীর এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে সোনাতলা থানাধীন শিহিপুর সরকার পাড়ার মৃত আব্দুল হাকিম ও তহমিনা দম্পতির ছেলে আসামী রাসেল মাহমুদ (৪২) কে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে সারিয়াকান্দি থানা পুলিশের একটি চৌকস দল।
অন্যদিকে ০১লা এপ্রিল ভোর রাত ০৩.২০ ঘটিকায় সারিয়াকান্দি থানাধীন উত্তর হাটবাড়ী চর গ্রামস্থ এনামুল হক এর বসত ঘরের বারান্দা হতে সারিয়াকান্দির উত্তর হাটবাড়ি চরের কাঙ্গাল শেখ ও জয়তন নেছা দম্পতির ছেলে আসামী এনামুল হক (৩৫) এবং সিরাজুল ইসলাম (৪৮) কে ৩.৫ (সাড়ে তিন কেজি) গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে শরিয়তপুরের নরিয়া থানাধীন জয়নাল আবেদীনের ছেলে রিমান্ডের আসামী আরিফুল ইসলাম ওরফে জয় (৩০) কে আটক করা হয়। জয় বর্তমানে মান্ডা (মানিকনগর হিরু মিয়া গলি), থানা-মুগদা, জেলা-ঢাকা মহানগর এ বসবাস করতো। একই সাথে সারিয়াকান্দি থানার টিওরপাড়া এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে ওয়ারেন্টের আসামী শাফিন মন্ডল ওরফে শাফিন মিয়া (৪২) কে আটক করা হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। জনস্বার্থে ওনযুব সমাজকে মাদকের ভয়ঙ্কর থাবা থেকে বাঁচাতে এমন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।