বগুড়ার সারিয়াকান্দিতে থানা এলাকা সুরক্ষিত রাখতে পৌর এলাকার বিভিন্ন স্থানে ২০টি সিসি টিভি ক্যামেরা এবং চরাঞ্চলের সুরক্ষা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশের টহল অব্যাহত রাখতে উপজেলার কালিতলা ঘাটে নতুন প্রস্তুতকৃত একটি টহল নৌকার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে সারিয়াকান্দি থানার উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।
৩রা এপ্রিল (সোমবার) সকালে সারিয়াকান্দি থানা চত্বরে ওপেন হাউজ ডে উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে এসপি সুদীপ বলেন, “জনতার দুয়ারে জনতার পুলিশ” স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলার প্রতিটি অঞ্চলে পুলিশিং সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।
সারিয়াকান্দি সদরের বিট অফিসার উপ-পরিদর্শক তপন ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল এবং পুলিশে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল সিহাব মিয়া প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা, সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, নারচী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী, বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মেহেদী হাসান আলো, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সারিয়াকান্দি থানা পুলিশের সকল সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব বৃন্দ, সুধীজন, সারিয়াকান্দি হতে সদ্য নিয়োগপ্রাপ্ত এগারো জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল এবং গ্রাম পুলিশের সকল সদস্যবৃন্দ।
মত বিনিময় শেষে পুলিশ সুপার কর্তৃক চারটি ইউনিয়নের চারজন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।