বগুড়ার সারিয়াকান্দিতে গ্রেফতারী পরোয়ানার ৫ আসামিকে আটক করেছে থানা পুলিশের অভিযানিক দল।
সারিয়াকান্দি থানা সূত্র জানায়, ০৪ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে কুতুবপুর বাজার এলাকার মৃত পূর্বেশ মালির ছেলে শ্রী বিপদ মালি (৪০), ফুলবাড়ি দক্ষিণ পাড়ার মৃত লেবু মাস্টারের ছেলে আনোয়ারুল ইসলাম, পারতিতপরল এলাকার কান্টু শাহেনা দম্পতির ছেলে আতিকুল ইসলাম (১৭), কাজলা এলাকারগোলজার রহমানের ছেলে পারভেজ (২৫) এবং দিঘলকান্দি এলাকার মৃত খালেক তরফদারের ছেলে সজল তরফদার কে গ্রেফতার করা হয়।
সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামীদের আটক করে আইনের আওতায় নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের নিশ্চিত করতে বিশেষভাবে কাজ করে যাচ্ছে।
ধৃত আসামীরা সকলেই বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত, অভিযানের মাধ্যমে আটক করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।