দোহারের ব্যস্ততম জয়পাড়া বাজারের কলেজ মোড়, ওয়ানব্যাংক মোড়, থানা মোড় ও লটাখোলা মোড়ে যানজট নিরসনে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: আশরাফুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অটোরিকশা চালক ও যাত্রীদের এলোমেলোভাবে গাড়ি থামিয়ে ওঠা-নামা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। পরে এএসপি দোহার সার্কেল মহোদয় বিভিন্ন ব্যাংক, শপিং সেন্টার ও দোকান পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি সম্মানিত ব্যাংকার, ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন অসাধু প্রতারক চক্র, পকেটমার, অজ্ঞান পার্টিদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। এছাড়া পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দোহার থানার একাধিক টিম মার্কেটগুলোতে সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্ব পালন করছে মর্মে জানান। এসময় দোহার থানার ইন্সপেক্টর তদন্ত জনাব আজহারুল ইসলামসহ দোহার থানার কর্মকর্তাগণ ও সার্কেল অফিসের বিশেষ টিম অভিযান ও সচেতনতা প্রচারণায় অংশ নেয়।
সম্মানিত নাগরিকবৃন্দ, রমজান ও ঈদ উপলক্ষে পুলিশের একাধিক টিম সাদা পোশাকে ও ইউনিফর্মে মাঠে আছে, যে কোন প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। অসাধু প্রতারক চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি সদস্য থেকে সাবধান থাকুন, সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে খবর দিন। ধন্যবাদ।
১ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৪ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৬ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৩৬ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে