মা যে আমার এই পৃথিবী
মা আমার সব,
মায়ের সেবা করতে হবে
বলছে আমার রব।
মায়ের জন্য দেখেছি আমি
এই পৃথিবীর মুখ,
মায়ের কোলে ঘুমিয়ে দেখি
আহা কত সুখ।
মায়ের মনটা অনেক বড়ো
যার তুলনা নাই,
জগৎ জুড়ে মায়ের মতো
খুঁজে নাহি পাই।
লালন-পালন সবই করে
করে আদর স্নেহ,
স্বার্থ বিহীন এমন সেবা
আর করে না কেহ।
গোলাপ মাহমুদ সৌরভ
কবি
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর৷
১ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৪ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৬ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে