প্রিয় তুমি,
কেমন আছো জানিনা !
হয়তো ভালো আছো অথবা আমার মতো !
যেভাবেই থাকো, যেখানেই থাকো-
তুমি ভালো থেকো, এটাই একমাত্র কাম্য।
কিছু কথা আজ বলতে চাই, তুমি শুধু শুনে যাও
এখনো অনেক বেশি ভালোবাসা অবশিষ্ট আছে
শুধু তোমার জন্য, পুরোটাই তোমার জন্য।
ঠিক যেমন ভালোবাসা ছিলো তোমাকে প্রথম দেখার দিন।
তোমাকে ভীষণ মনে পড়ে, খুব মায়া হয়
কাছে পেতে মন চায়, আঙুল ছুঁতে ইচ্ছে করে
আর তোমার হাতের মেহেদীর ঘ্রাণ শুকতে চায় মন।
তোমার লাজুক চোখের চাহুনি-
আমাকে এখনো পাগল করে বেড়ায় রাতভর।
তোমার হৃদয়ের সুমিষ্ট ঘ্রাণে-
আমি আজও দিশেহারা হয়ে যাই।
কেনো বুঝনা তুমি? পরীক্ষা নিচ্ছো?
আমার মত! যেভাবে আমি নিতাম পরীক্ষা প্রতিনিয়ত!
মরে গেলে আর পাবেনা, তোমার এই প্রিয়-কে !
ইমরান খান রাজ
লেখক ও সাংবাদিক, ঢাকা৷
দোহার-ঢাকা ১৩৩২, বাংলাদেশ।
৭ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ৪৯ মিনিট আগে
২৭ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
২৮ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৯ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৩ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৮ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে