ঘন ঘন বিদ্যুৎ চমৎকায়
বৃষ্টি আসবে সহসাই,
বজ্রপাত হলো শুরু
মেঘ ডাকে গুডুম গুড়ু।
কৃষক করে জমি চাষ
ভিজা হলো মাঠ-ঘাস।
বিলে-ঝিলে বৃষ্টির পানি
নদী-পুকুরে করে ছলছল।
বৃষ্টি ভেজা ফুলের পাপড়ি,
যেন নাচে বনে ফুলপরি।
মন হারিয়ে যায় সকালে,
হয় সিন্ধ পড়লে ফোটা গালে৷
বৃষ্টিতে ময়ুরী পেখম তুলে নাচে,
গান গায় আপন মনে সাজে।
টুপটুপ বৃষ্টিতে পড়ে যায় সাড়া,
যেন উৎসবে মুগ্ধ ধারা।
বালকেরা গামছায় ছোট মাছ ধরে,
বৃষ্টির দিনে কত স্মৃতি মনে পড়ে।
কোথাও চলে ভুতড়ে আশাঢ়ে গল্প,
ছেলে মেয়েরাশুনে দাদীর মুখে অল্প।
স্বর্ণা তালুকদার
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৭ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ৪৯ মিনিট আগে
২৭ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
২৮ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৯ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৩ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৮ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে