বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

ব‍্যবসায় অর্থনীতির নেতিবাচক প্রভাবকে পাশ কাটিয়ে শুধুমাত্র নিখুঁত কারুকার্য আর দক্ষতায় সমানতালে ব‍্যবসা পরিচালনা করে আসছে নিপুন টেইলার্স

 সৌখিনতা আছে যার,পয়সা দিয়ে করে না বিচার।আসন্ন ঈদকে সামনে রেখে নিখুঁত কারুকার্য,সততা আর দক্ষতার কারনে মেয়েদের আধুনিক ও রুচিশীল পোষাক তৈরীর একমাত্র বিশ্বস্থ প্রতিষ্ঠান নিপুন টেইলার্স বর্তমান সময়ে ব‍্যবসায় অর্থনীতির নেতিবাচক প্রভাবকে পাশ কাটিয়ে বিগত দিনের মতই সমানতালে ব‍্যবসা পরিচালনা করে আসছে।নিপুন টেইলার্স এর স্বত্বাধিকারী নিপুন জানান দীর্ঘ ছয় দশক ধরে পারিবারিক সুত্র ধরেই শুধুমাত্র বিশ্বস্থতা আর দক্ষতার কারনেই অদ‍্যাবদি ব‍্যবসা পরিচালনা করে আসছি।এবারের ঈদে অর্ডার একটু কম হলেও ব‍্যবসায় তেমন কোন প্রভাব পরছে না।ত্রিশজন পুরুষ,মহিলা দক্ষ কারিগর নিয়ে মেয়েদের চাহিদামত ও আধুনিকতার পরষে নিত‍্য নতুন ডিজাইনের পোষাক সরবরাহ করে আসছি বলেই আজও সেই সুনামের সাথে ব‍্যবসা পরিচালনা করে আসছি।ব‍্যবসা করতে গেলে লাভ লোকসান থাকেই তবে সর্বপ্রথম দরকার গ্রাহক সার্ভিস সুন্দরভাবে দেয়া।অর্থাৎ আমাদের ব‍্যসায়িক পুজি আমাদের সততা আর দক্ষতা।আজকে আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে কর্মরত ত্রিশজন নারী পুরুষের কর্মের সংস্থান ও তাদের এবং আমাদের পরিবারের জীবন যাত্রা এই প্রতিষ্ঠানকে ঘিরেই পরিচালিত হয়ে আসছে।আর সততা এবং দক্ষতার সাথে গ্রাহকদের সার্ভিস দিয়ে আসছি বলেই আজও নিজেদের সন্মান ও আমাদের টেইলার্সের তৈরী পোষাকের চাহিদা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছি।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ‍্য দিয়ে আসে ঈদুল ফিতর।একটি একটি করে রোজা শেষে আর মাত্র ১১থেকে ১২দিন বাদে অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব সেমাই ঈদ।আর এই ঈদকে ঘিরে ধনী,গরীব তথা সর্বস্তরের মুলসিম মানুষের ঈদের আনন্দকে উপভোগ করতে ব‍্যস্ত হয়ে পরে কেনাকাটায়।কিন্তু ১৯টি রোজা পার হয়ে গেলেও মার্কেট গুলো প্রায়ই ক্রেতা শুন‍্য।কেনা কাটা পুরুষেরা দেরিতে শুরু করলেও নারীরা রোজা শুরুর পর থেকেই ব‍্যস্ত হয় পরে কেনাকাটায়।কিন্তু বর্তমান সময়ে মার্কেটগুলোতে মহিলাদেরও আধিক‍্য চোখে পরছে না।দিনাজপুর শহরের মালদাহ পট্রি,গুলশান মার্কেট,উওরা সুপার মার্কেটে এই সময় রেডিমেড গার্মেন্টস, কাপরের দোকানগুলোতে উপড়ে পরা ভীড়ে ব‍্যবসায়ি দোকানদারদের খাওয়ার ফুরসতটুকু পায় না,কিন্তু এবারে গ্রাহকের জন‍্য প্রতিক্ষায় থাকতে হচ্ছে এমনই সব মন্ত‍ব‍্য করেন উক্ত এলাকার ব‍্যবসায়ি ও একাধিক দোকানী।মেয়েদের হরেক ডিজাইনের কাপর তৈরীর নির্ভরযোগ‍্য অনেক টেইলার্স এবার তেমন কোন অর্ডার না পেলেও দিনাজপুর শহরের মালদাহপট্রি শ‍্যামরাই ঠাকুরবাড়ী মোড় সংলগ্ন মেয়েদের আধুনিক,রুচিশীল ও রকমারি ডিসাইনের  পোশাক তৈরীর বিস্বস্থ নিপুন টেইলার্স মেয়ে ও মহিলাদের বিস্থতা অর্জন করে সুনামের সাথে আজও ব‍্যবসা পরিচালনা করে আসছে।

Tag
আরও খবর





দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে