দিনাজপুরে নবাগত পুলিশ সুপাএলপুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সভাপতিত্বে দিনাজপুর জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, জনগনের নিরাপত্তা দেয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব। কোনভাবেই যাতে কারো নিরাপত্তার ব্যাঘাত না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যারা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।তিনি আরো বলেন যে পুলিশ জনগনের সেবক। সেবার ব্রত নিয়ে জনগণের পাশে থেকে জান মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের করাল গ্রাস থেকে দিনাজপুরকে মুক্ত করে একটি সুখী সমৃদ্ধ দিনাজপুর উপহার দেয়াই আমার একমাত্র লক্ষ ও উদ্দেশ্য ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ গত১১ফেব্রুয়ারী মোঃ ফারুফত হুসাইন মারুফ দিনাজপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।