উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

ভুমিদস‍্যু ও সন্ত্রাসী আনোয়ার হোসেনের অন‍্যায় কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর শহরের গোলকুঠি এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের অন‍্যায় কার্যকলাপের প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার ১৪ডিসেম্বর সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ ফয়সাল জামান বলেন মোঃ আনোয়ার হোসেন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে।তা সম্পূর্ণ মিথ‍্যে, যুক্তিহীন ও তাদের অন‍্যায় কার্যকলাপের বহিঃপ্রকাশ।তিনি ৩০নভেম্বর নিমতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন নেসার আজমের নেতৃত্বে খালেকুজ্জামান বাবু আদর্শ কলেজের সাবেক অধ‍্যক্ষ‍্য,পলিন,জিন্নাত আরা ও কাজলসহ বেশ কিছু সংখ‍্যক সন্ত্রাসী নিয়ে তাদের বসত বাড়ীতে হামলা চালিয়েছি এবং বুলডোজার দিয়ে বাড়ী ঘড় ভেঙ্গে তাদের উচ্ছেদ করে জমি দখলের পায়তারা করছি।আমাদের ভয়ে তারা নাকি ভীত সস্ত্রস্ত এবং পরিবার ও বসতভিটার নিরাপত্তাহীনতায় ভুগছে যেটা সম্পূর্ন মিথ‍্যে বানোয়াট ও তার মনগড়া কাহিনী তৈরী করে নাটকীয়তার জন্ম দিয়ে আমাদের সম্পদ জোর করে ধরে রাখার কৌশল অবলম্বন করছে।আজকে তিনি যে জায়গার জন‍্য আমাদের বিরুদ্ধে মিথ‍্যে প্রচারনা চালানোর উদ্দেশ‍্যে সংবাদ সম্মেলন করছে এটা কতটা যৌক্তিক?কারন সেই জায়গার মোঃআনোয়ার হোসেন কোন পক্ষই না।সে সরকারের কাছে লীজ নিয়েছে।কিন্তু তার কার্যকলাপ দেখে মনে হচ্ছে তিনি যেন জায়গার প্রকৃত মালিক। গত ২৭নভেম্বর আদালতের নির্দেশে নাজির, আদালত ও কোতয়ালি পুলিশ উচ্ছেদ অভিযানে গিয়েছিল।কিন্তু তাদের সন্ত্রাসী কার্যকলাপের দরুন এবং পুলিশ ফোর্স যথেষ্ট না থাকায় সেই দিনের উচ্ছেদ অভিযান কার্যক্রম বন্ধ রাখা হয়।কিন্তু সংবাদ সম্মেলন করে মোঃ আনোয়ার হোসেন বলেছেন সন্ত্রাসীরা নাকি উচ্ছেদ অভিযানে গিয়েছিল।তাহলে তার দৃষ্টতা কতখানি যে আদালতের কার্যক্রমকে সে সন্ত্রাসী কার্যক্রম ও পুলিশ সদস‍্যদের সন্ত্রাসী বলে আক্ষা দিয়ে সংবাদ সম্মেলন করেন। মোঃ আনোয়ার হোসেন ও তার স্ত্রী এবং দুই সন্তানের দাপটেই এলাকাবাসী ঠটস্থ যা সর্বজন জ্ঞাত।
উল্লেখ‍্য যে দিনাজপুর সদরের প্রাননাথপুর মৌজার ৬৩নং জেল ১২৪৬খতিয়ানের ৮৫০৪ ও ৮৫০৫দাগের ১৩শতক জমির মুল মালিক গোলাম মাহমুদ মিয়া।
ভাড়াটিয়া নূর মোহাম্মদ গং এর বিরুদ্ধে মোঃ নেছার আযম বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালত দিনাজপুরে ৩/৯৬পেটি মামলা আনয়ন করেন।২৬বছর পূর্বে এই মামলাটি আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে দো তরফা সুত্রে রায় প্রকাশ করেন।বাদী নেছার আযম আদালতের ৩/৯৬পেটি মোকাদ্দমার রায় ডীগ্রী কার্যকর করার এবং দখল গ্রহনের জন‍্য ৪/২০০৮পেটি ডিং একই আদালতে আনয়ন করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষে ৪/২০০৮ পেটিডিং মোকাদ্দমায় তাদের বক্তব‍্য তুলে ধরার জন‍্য ২০১২সালের ২৯নভেম্বর আদেশ নং ৩৮এ আদালত সরকার পক্ষকে মোকদ্দমায় পক্ষভুক্ত করার প্রয়োজনীয়তা নাই বলে তা না মঞ্জুর করে দেয়।এরই প্রক্ষিতে ২৭নভেম্বর ২২ তারিখে আদালতের আদেশে বাদী নিজে নাজির ও পুলিশ ফোর্সসহ উপরিউক্ত নালিশি জমি দখলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন‍্য যান।আর আদালতের এই দখলী কার্যক্রমকে মোঃ আনোয়ার হোসেন সন্ত্রাসী কার্যক্রম বলে আক্ষায়িত করে অপপ্রচার চালাচ্ছেন এবং আমাদের সন্মানহানী করছেন।যা আইনত দন্ডনীয় অপরাধ বলে আমরা মনে করি।
আরো উল্লেখ‍্য যে মোঃ আনোয়ার হোসেন ৪/২০০৮পেটিডিং মোকাদ্দমা ক্ষতিগ্রস্থ করার জন‍্য জেলা প্রশাসককে অবগত না করেই জেলা জজ আদালতে ৪/২০০৮পেডিডিং মামলাটি পুনরায় ১০/২২সিভিল রিভিশন মোকাদ্দমা আনয়ন করলেও উক্ত রিভিশনটি ৯সেপ্টম্বর ২২তারিখে আদালত না মঞ্জুর করেন এবং মোঃ আনোয়ার হোসেন এই মামলার কোন পক্ষ নন মর্মে উল্লেখ করেন।অথচ আদালতের এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোঃ আনোয়ার হোসেন কোন এক অদৃশ‍্য শক্তির প্রভাব খাটিয়ে নিজেদের সন্ত্রাসী কার্যক্রম অব‍্যাহত রেখে  নানাভাবে আমাদের হয়রানি,প্রাননাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে মর্মে সংবাদ সম্মেলনে মোঃ ফয়সাল জামানসহ তার পরিবারবর্গ জানান।এছারাও সংবাদ সম্মেলনে   ভুক্তভোগী পরিবারবর্গ মোঃ আনোয়ার হোসেনের সন্ত্রাসী ও মানহানীকর কার্যক্রমবন্ধে  সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন ও আইনশৃঙ্খলাবাহীনীর আশু হস্তক্ষেপ কামনা করেন। এসময় ভুক্তভোগী পরিবারের সদস‍্য সাবেক অধ‍্যক্ষ খালেকুজ্জামান বাবু ওতাদের সংগেএকজন  আইনজীবি উপস্থিত ছিলেন।
 


Tag
আরও খবর



দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৩ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে